২১ নভেম্বর ২০২৫, ০৯:৩৮ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ ( বরিশাল ) প্রতিনিধিঃ শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে বরিশালের বাবুগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(১৪ ডিসেম্বর) বৃহস্পতিবার সকালে বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুব্রত বিশ্বাস দাস এর সভাপতিত্ব ও শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপন, সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল আহমেদ আজাদ, উপজেলা কৃষি অফিসার মোঃ মামুনুর রহমান, বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মাকসুদুর রহমান, বাবুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আঃ করিম হাওলাদার, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান মাস্টার, জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুল আহসান খান হিমু, মাধবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সিদ্দিকুর রহমান।
এছাড়াও আলোচনা সভায় বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সুফিয়ান, দপ্তর সম্পাদক পরিতোষ চন্দ্র পাল, সহ দপ্তর সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম পিন্টু, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম সিকদার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক প্রসেনজিৎ দাস অপু সহ বিভিন্ন রাজনৈতিক, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার আল-বদর, আল-শামস মিলিতভাবে পরিকল্পনা করে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে।
আলোচনা সভা শেষে বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাবুগঞ্জের কৃতি সন্তান শহিদ বুদ্ধিজীবী রামকৃষ্ণ অধিকারী মরণোত্তর সম্মাননা স্মারক তাঁর পরিবারের সদস্যদের মাঝে প্রদান করা হয়েছে।
পরে সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।