২১ নভেম্বর ২০২৫, ০৯:২৮ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে ” মৎস্য আইন মেনে চলি‚ মৎস্য সম্পদ বৃদ্ধি করি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ২০২৩-২০২৪ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে উদ্ভুদ্ধকরণ সভা ও জাল বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে বাবুগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে বাবুগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে এ উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়।
বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুব্রত বিশ্বাস দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় উপ পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা মৎস্য অফিসার রিপন কান্তি ঘোষ, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন।
এছাড়াও উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক প্রসেনজিৎ দাস অপু, রহমতপুর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ তারিকুল ইসলাম, ইউপি সদস্য মোঃ জামাল হোসেন পুতুল, মোঃ জিয়াউল হক, আব্দুস সালাম, মোসাঃ বিলকিস বেগম, মোসাঃ মুক্তা আক্তার সহ বিভিন্ন রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় রহমতপুর ইউনিয়নের ৯০ জন জেলেদের মাঝে ৩০টি বৈধ জাল বিতরণ করা হয়েছে।