২০ নভেম্বর ২০২৫, ১০:১৬ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলার যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৩ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত এ আলোচনা সভার সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. কিসিঞ্জার চাকমা।এর আগে “রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৩ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়।পরে আলোচনা সভার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা।উক্ত অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন মোঃ রিয়াজুল ইসলাম, (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); মোঃ নাজিম উদ্দিন আল আজাদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); জাকিয়া সুলতানা, সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল); আবু জিহাদ ফকরুল আলম খান, ডিআইও-১, ডিএসবি; ফেরদৌস ওয়াহিদ, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা; ওলিউজ্জামান, টিআই প্রশাসন, ট্রাফিক বিভাগ; কে এম জাহাঙ্গীর আলম, পুলিশ অফিস (ক্রাইম সেকশন); চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্সসহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রী ও শিক্ষকমন্ডলী, চুয়াডাঙ্গার ওজোপাডিকো,চুয়াডাঙ্গার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, জেলা কারাগার, দুদকের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও কর্মচারী, রোভার স্কাউটস, মুক্তিযোদ্ধাগণ, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।