২১ নভেম্বর ২০২৫, ০৯:২৮ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
স্ত্রীকে নির্যাতনের মামলায় বরগুনার শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রবিউল হত্যা মামলায় নিরপরাধদের জড়ানোর অভিযোগে বাবুগঞ্জে বিএনপি’র একাংশের সংবাদ সম্মেলন বাবুগঞ্জের ছাত্রদল নেতার খুনিদের গ্রেপ্তার পরবর্তী দৃষ্টান্ত ফাঁসির দাবিতে বিক্ষোভ চুয়াডাঙ্গায় ৩ তক্ষকসহ গ্রেফতার ১জন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ জোটের চাপ নাকি অভ্যন্তরীণ কোন্দল? বরিশাল -৩ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বিএনপি। ভোটারদের মাঝে ‘ভিআইপি চমক’-এর গুঞ্জন বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এর ৫০ বছর পূর্তীতে ঝালকাঠি জেলা জাসাসের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাবান্ধায় ভারসাম্যহীন নারী গণধর্ষণেন শিকার চার ধর্ষক আটক বাবুগঞ্জে ছাত্রদল নেতা হত্যাকাণ্ড: ২১ জনের নামে মামলা!
বাবুগঞ্জে পুলিশের সহায়তায় ধান কেটে নেওয়ার অভিযোগ

বাবুগঞ্জে পুলিশের সহায়তায় ধান কেটে নেওয়ার অভিযোগ

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি ঃ বরিশালের বাবুগঞ্জে পুলিশের সহায়তায় ধান কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতিপক্ষকে বাঁধা দিলে পুলিশের সামনেই উল্টো প্রাণনাশের হুমকি প্রদান করেন প্রতিপক্ষরা।

এ ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিন ভূতেরদিয়া গ্রামে। তবে পুলিশ বলেছেন তারা আদালতের নির্দেশ পালন করছেন মাত্র।

অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিন ভূতেরদিয়া গ্রামের মৃত শাহ আলম চৌকিদার’র পুত্র গোলাম কিবরিয়া গংরা তাদের মোট ১ একর ২০ শতাংশ সম্পত্তির ৬০ শতাংশ সম্পত্তি রজ্জব আলী গংদের ওয়ারিশ সূত্রে মালিক, বাকি ৬০ শতাংশ সম্পত্তি জবেদ আলী গংদের কাছ থেকে ক্রয় মূলে মালিক। এর সূত্র ধরে প্রায় ৫০ বছর ভোগদখল ও চাষাবাদ করে আসছে গোলাম কিবরিয়া গংরা। কিন্তু গত কয়েক বছর ধরে গোলাম কিবরিয়া গংদের সেই সম্পত্তির দাবী করেন একই বাড়ির মৃত আদম আলী বেপারীর পুত্র মোঃ আনিছুর রহমান বেপারী। এক পর্যায়ে আনিছুর রহমান বেপারী আদালতের দারস্থ হয়ে জমির মালিনাকা দাবী করেন। যা নিয়ে র্দীঘদিন বিরোধ চলে আসছে। এদিকে শুক্রবার সকালে বিরোধপূর্ণ ওই সম্পতিতে রোপিত ধান নিজেদের দাবী করে বাবুগঞ্জ থানা পুলিশের সহায়তায় আনিছুর রহমান তার দলবল নিয়ে কর্তন করে নিজের জিম্মায় নিয়ে নেয়।

এসময় শাহ আলম চৌকিদার এর পুত্র গোলাম কিবরিয়া গংরা ধান কর্তনে বাঁধা দিলে প্রতিপক্ষরা আদালতের অনুমতির কাগজ প্রদর্শন করেন।

এসময় ঘটনাস্থলে সঙ্গীয় ফোর্স নিয়ে বাবুগঞ্জ থানার উপ-সহকারী পুলিশ পরিদর্শক দুলালেন্দু অবস্থান করেন। এদিকে অভিযুক্ত আনিছুর রহমানের দাবী তার নামে রেকর্ডীয় সম্পত্তিতে তিনি ধান কর্তন করেছেন। তিনি আদালতের শরনাপন্ন হলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত তার পক্ষে রায় দেয় এবং তিনি বাবুগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে ধান কর্তনে সহায়তা করেন।
এ বিষয়ে উপ-সহকারী পুলিশ পরিদর্শক দুলালেন্দু বলেন, কোর্টের নির্দেশ নিয়ে এসেছি, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছিলাম।

এ বিষয়ে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তুষার কুমার মন্ডল বলেন,কোর্টের নির্দেশের কপি নিয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। পুলিশ শান্তি শৃঙ্খলা রক্ষার্থে সেখানে অবস্থান করেছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019