২০ নভেম্বর ২০২৫, ০৮:০৯ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ দামুড়হুদা সড়কে মাইক্রো -ভ্যান মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টায় উপজেলার বিষ্ণপুর গ্রামের মৃত রিয়াজ আলীর ছেলে বৃদ্ধ ভ্যানচালক হারেজ আলী (৬৫) ভ্যান নিয়ে
চুয়াডাঙ্গা-দামুড়হুদা সড়কের উজিরপুর মাদ্রাসার সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি মাইক্রো তার ভ্যানের সামনে ধাক্কা মারে।এসময় ভ্যান চালক হারেজ আলী সড়কের উপর ছিটকে পড়ে মারাত্নক জখম হয়।পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর জানান,ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌছে মাইক্রোসহ চালককে আটক করা হয়েছে।