২১ নভেম্বর ২০২৫, ০৮:২৯ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৫ ডিসেম্বর সকাল ১০টায় একটি র্যালী বেড় করা হয়। র্যালীটি এডিসি রুহুল আমিনের নেতৃত্বে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে পুনরায় একই জায়গায় শেষ হয়।
র্যালি শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে কৃর্ষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক মো:মনিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: রুহুল আমিন। অত্র অনুষ্ঠান যৌথ ভাবে আয়োজন করে জেলা প্রশাসন ও কৃষি মন্ত্রনালয়ের মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট।
সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান। সভায় প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি কর্মকর্তা কাজী আমিনুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন মৃত্তিকা সম্পদ উন্য়ন ইনস্টিটিউট’র বরিশালের উর্ধধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো: অমিনুল ইসলাম ,ঝালকাঠি জেলা তথ্য কর্মকর্তা আহসান কবির ,সাংবাদিক সত্যবান সেন গুপ্ত,জেলা মৎস কর্মকর্তা রবিউল ইসলাম প্রমুখ। এ আলোচনা সভা ও র্যালীতে জেলা প্রশাসন ও কৃর্ষি সম্প্রসারন অধিদপ্তরের প্রায় শতাধিক কর্মকর্তা ও কর্মচারি উপস্থিত ছিলেন।