২১ নভেম্বর ২০২৫, ০৩:৩৪ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স : বগুড়া পুলিশের টহল দেখেই পালাতে গিয়ে হার্ট এ্যাটাকে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। তার নাম মো: ফোরকান আলী (৩৫)। সে শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়ন যুবকের আহ্বায়ক।রোববার বগুড়া ঢাকা মহাসড়কে অবরোধ কর্মসুচির জন্য সকালের দিকে ফটকি ব্রিজ এলাকায় অপেক্ষা করছিল। এসময় পুলিশ, বিজিবি, র্যাবের টহল দল ওই এলাকায় উপস্থিত হলে ফোরকানসহ অন্যান্য দৌড়ে পালাতে গিয়ে ফোরকান পড়ে যায়। পরে তাকে বগুড়ার শজিমেক হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোরে করে।
ঘটনা সম্পর্কে জানতে চেয়ে শাজাহানপুর উপজেলা বিএনপি ও যুবদলের নেতাদের মোবাইল ও হোয়াটসঅ্যাপে ফোন করেও কাউকে পাওয়া যায়নি। তবে শাজাহানপুর থানার ওসি শহীদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ফোরকানের পারিবারিক সুত্রে জানান হয়েছে হার্ট এ্যাটাকে সে মারা গেছে। তবে পুলিশের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে সে হার্ট এ্যাটাক হয়েছে কি না জানা নেই।