২০ নভেম্বর ২০২৫, ১১:২৩ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি-দিনাজপুরের বিরামপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড চাঁদপুর মহল্লার মধ্যপাড়ার আব্দুল গণি (৬০) নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
আজ শনিবার (২ ডিসেম্বর-২৩) ঘটনা সরজমিনে জানা যায়,আব্দুল গণি পেশায় ছিল একজন স্কুল শিক্ষক দীর্ঘ সময় রুস্তমপুর হাই স্কুলে শিক্ষকতায় সময় কাটিয়ে অবসর গ্রহণ করেন। গত বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের চাঁদপুর মধ্যপাড়া এলাকায় তার নিজ বাড়িতে শয়ন ঘরের সোফার উপরে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বিরামপুর থানা
এবিষয়ে নিহতের স্ত্রী নাদিরা পারভিন নাইচের নিকট জানতে চাইলে তিনি জানান,কয়েকদিন আগে আমি বড় মেয়ের বাড়িতে বেড়াতে যাই। বাড়িতে আমার স্বামী কয়েকদিন ধরে একা থাকতো এবং নিজেই রান্না করে খেত। আমি নিয়মিত মোবাইলের মাধ্যমে উনার খোঁজখবর নিতাম। আজ সকাল থেকে তার ফোন বন্ধ পাই। দুপুরে বাড়িতে এসে দেখি,ঘরের দরজা-জালানা বন্ধ। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহযোগিতায় দরজা খোলা সম্ভব হয়। এ সময় দেখি ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো আমার স্বামীর ঝুলন্ত মরদেহ। পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান,গলায় ফাঁস লাগানো অবস্থায় আমরা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছি। শুনেছি সে একটি বেসরকারি হাইস্কুল থেকে কিছুদিন আগে অবসর নিয়েছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
এবিষয়ে স্হানীয়রা জানান, সে একজন সৎ ও ভালো মানুষ ছিলেন কেন গলায় দড়ি দিল বুঝতে পারছি না তবে মেডিকেলর ময়না তদন্তের রিপোর্ট প্রকাশ হলেই তাহা পরিস্কার হবে বলে সকলের ধারণা।
এবিষয়ে সরজমিনে সঠিক তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা দাবি জানান।