২১ নভেম্বর ২০২৫, ০৪:১৩ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে ঝাঁকজমকপূর্ণ ভাবে বাবুগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
৩০ নভেম্বর বৃহস্পতিবার সকালে বাবুগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এইচ এম শাহজাহান এর সভাপতিত্বে ও সরকারি শিক্ষক আব্দুস সালামের সঞ্চালনায় এবং প্রধান শিক্ষক আমিনা এর সার্বিক তত্ত্বাবধানে সকল সহকারী শিক্ষকদের সহযোগিতায় উক্ত বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী ইন্সট্রাক্টর ইসরাত জাহান, বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইব্রাহিম খলিল, রাজকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী এনায়েত হোসেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এইচ এম শাজাহান বলেন, এই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে থেকে অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডিসি এমনকি অনেক সচিবও হয়েছেন। আমরা তোমাদের কাছ থেকে এমনটাই প্রত্যাশা করি। এই বিদ্যালয়ের মান ধরে রাখার জন্য প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকগন, ম্যানেজিং কমিটি, অভিভাবক সহ সকলের সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা কামনা করেন তিনি।
উক্ত বিদ্যালয় থেকে এ বছর ১৩০ জন শিক্ষার্থী বিদায় নিয়েছেন।