২০ নভেম্বর ২০২৫, ১১:২৮ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিজিবি ১৬ কেজি স্বর্ণসহ এক চোরাকারবারীকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার বিকালে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান পিএসসি জানায়, সকাল ১০ টায় দামুড়হুদা সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ চোরাচালান হবে এমন খবর পেয়ে সীমান্তের প্রধান খুঁটি ৭৭/২-এস হতে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে রুদ্রনগর গ্রামে বিজিবি সুলতানপুর বিওপি টহল কমান্ডার হাবিলদার আব্দুল হাকিমসহ একদল বিজিবি সদস্য অবস্থান নেয়। এসময় দর্শনার দিক থেকে এক ব্যক্তি মোটরসাইকেলে চেপে ভারত সীমান্তবর্তী কার্পাসডাঙ্গার দিকে যেতে থাকে। সে সময় তাকে থামানোর চেষ্টা করলে সে চলন্ত মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করে। বিজিবি সদস্যরা এসময় দর্শনা সীমান্ত বর্তী শ্যামপুর গ্রামের আশাদুল হকের ছেলে মোঃ নাজমুল ইসলাম (৩১)কে তাড়িয়ে ধরে আটক করে।পরে তার দেহ তল্লাশি করলে একটি মোবাইল সেট পায়।পরে তার মোটরসাইকেলটি তল্লাশি করা হলে এয়ার ফিল্টারের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৭টি প্যাকেটে ছোটবড় ৯৬টি অবৈধ স্বর্ণের বার উদ্ধার হয়। দুপুরে
বিজিবি কমান্ডার আব্দুল হাকিম বাদী হয়ে আটক চোরাকারবারি নাজমুল ইসলামের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা করে এবং জব্দ করা অবৈধ স্বর্ণের বারগুলো পরীক্ষার পর নিশ্চিত হয়ে চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়।