২১ নভেম্বর ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ প্রতিনিধি: দি কোস্টাল ভেট সোসাইটি বাংলাদেশ এর উদ্যোগে দিনব্যাপী ৬ষ্ঠ বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন ২০২৩ আগামীকাল ২৫ নভেম¦র বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি(বিডিএস), বরিশাল এ অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৯ টায় এই বৈজ্ঞানিক সম্মেলনের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত । সম্মেলনের প্রতিপাদ্য বিষয় “Sustainable Development of Animal Health through Promoting Smart Livestock” এর উপর মূল প্রবন্ধ উপস্থাপণ করেন বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের প্যাথলজি বিভাগের অবসরপ্রাপ্ত সম্মানিত অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম। দি কোস্টাল ভেট সোসাইটি বাংলাদেশ এর সম্মানিত সভাপতি ড. মোঃ নুরুল আলম, জেলা প্রানিসম্পদ কর্মকর্তা, জেলা প্রাণিসম্পদ দপ্তর, বরিশাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন অধ্যাপক ড. মোহাম্মদ রুহুল আমিন, আহবায়ক, সম্মেলন আয়োজন কমিটি। কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপণ করবেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আলী, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ মোঃ এমদাদুল হক তালুকদার এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের রির্সাচ এন্ড ট্রেনিং সেন্টার এর পরিচালক অধ্যাপক ড. মোঃ ফজলুল হক। গ্রামীণ জন উন্নয়ন সংস’া এর নির্রাহী পরিচালক জনাব জাকির হোসেন মহিন এবং রেনাটা লিমিটেড এর পরিচালক মোঃ সিরাজুল হক। ধন্যবাদ ঊক্তব্য রাখেন সম্মেলন আয়োজন কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. অসীত কুমার পাল।
সম্মেলনের সায়েন্টিফিক সেশনে ৩১টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়। কনফারেন্সে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকমন্ডলী ও গবেষকবৃন্দ, বরিশাল বিভাগে কর্মরত বিভিন্ন পর্যায়ের প্রাণিসম্পদ কর্মকর্তাগণ, বিভিন্ন উন্নয়ন সংস্থার গবেষকবৃন্দ, বিভিন্ন ফ্যার্মাসিউটিক্যালস্ কোম্পানিতে কর্মরত ভেটেরিনারিয়ান ও কমৃকর্তাগণ, অনুষদীয় এমএস ও ডিভিএম শিক্ষার্থীসহ প্রায় ২৫০ জন অংশগ্রহণ করেন।