২১ নভেম্বর ২০২৫, ০৫:২৪ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে
বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল গ্রীন সুপার রাইস ও দক্ষিনাঞ্চলের সম্ভাবনাময় দুর্যোগ সহনশীল আমন ধান বিনা ধান ১৭ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০ টায় বিনা উপকেন্দ্র রহমতপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড.ছয়েমা খাতুনের সভাপতিত্বে বিনার আউটফিল্ডে এ মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বিনা ময়মনসিংহয়ের মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে ( ভার্চুয়ালি) উপস্থিত ছিলেন বিনা ময়মনসিংহয়ের সিএসও ড. মো. সিদ্দিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশালের উপপরিচালক কৃষিবিদ মো. মুরাদুল হাসান, জেলা বীজ প্রত্যয়ন অফিসার সনজীব মৃধা, বাবুগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মামুনুর রহমান। বক্তব্য রাখেন কৃষি তথ্য সার্ভিস কর্মকর্তা নাহিদ বিন রফিক প্রমূখ।
অনুষ্ঠান উপস্থাপনা করেন বৈজ্ঞানিক কর্মকর্তা নাজমুন নাহার।