২০ নভেম্বর ২০২৫, ১১:২৯ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য এমপি শিবলী সাদিক।
১৪ নভেম্বর (মঙ্গলবার) বিকেল ৩ টার দিকে ত্রাণ ও পূনর্বাসন মন্ত্রণালয়ের অর্থায়নে ঘোড়াঘাট উপজেলার পালশা ইউনিয়নের চাটশাল ভায়া পালশা রাস্তার হেরিংবোন বন্ড, এলজিইডি এর অর্থায়নে ভাতছালা ও বলাহার রাস্তা কার্পেটিং, ছয়ঘট্টি জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আমড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী শুভ রহমান চৌধুরী, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ, ২নং পালশা ইউনিয়নের চেয়ারম্যান মো. কবিরুল ইসলাম প্রধান, উপজেলা প্রকৌশলী মো. সফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আজিজুল হক, উপজেলা কৃষকলীগ সভাপতি শহিদুল ইসলাম আকাশসহ আওয়ামীলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।