২১ নভেম্বর ২০২৫, ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে ১৯৯০ পিচ ইয়াবাসহ সাবেক পুলিশ সদস্য ও তার সহযোগীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা শাখার একটি টিম। ঢাকা থেকে ছেড়ে আসা সাকুরা পরিবহনে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
সোমবার সকাল ১০টার দিকে উপজেলার রহমতপুর ইউনিয়নের ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর বাস স্টান্ড থেকে তাদের আটক করে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আটককৃত আসাদুজ্জামান আসাদ পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়েনের মাটিভাঙ্গা গ্রামের মজিদ মিয়ার ছেলে। তিনি বরিশাল জেলা পুলিশের একজন সদস্য ছিলেন। সাম্প্রতিক তিনি মাদক মামলায় চাকুরীচ্যুত হয়েছেন । আটককৃত মাসুম (৪০) ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ভবানিপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব-ইন্সপেক্টর ইশতিয়াক বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় সহকারী পরিচালক এনায়েত হোসেন স্যারের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১০টার দিকে রহমতপুর বাস স্টান্ড থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত দুজনের বিরুদ্ধেই একাধিক মাদক মামলা রয়েছে বলে জানান তিনি।
বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন বলেন, ১৯৯০ পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছি। তাদেরকে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরির্দশক ইশতিয়াক বাদী হয়ে বরিশাল এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেছেন।