২১ নভেম্বর ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নের ওলামা মাশায়েখগন ও সর্বস্তরের ধর্মপ্রান মুসলমানদের উদ্যোগে ফিলিস্তিনের উপর ইসরাইলি সন্ত্রাসী রাষ্ট্র কর্তৃক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০ টায় মাধবপাশা ইউনিয়ন পরিষদ থেকে মিছিল বের হয়ে মাধবপাশা বাজার জামে মসজিদ এর সামনে এসে শেষ হয়। পরে মাধবপাশা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি আলী হোসেন এর সভাপতিত্বে মানববন্ধন ও সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাধবপাশা লাফাদি মাদ্রাসার মুহতামিম মুফতি মাহমুদুল হাসান এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, মাধবপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সিদ্দিকুর রহমান, হাফেজ মাওলানা নজির আহমেদ, হাফেজ মাওলানা শিহাব উদ্দিন, হাফেজ মাওলানা জাকির হোসেন সালেহী, হাফেজ মাওলানা রহমাতুল্লাহ প্রমুখ।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে মাধবপাশা ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী , মসজিদের খতিবগণ ও ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা ফিলিস্তিনের উপর ইসরাইলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এই হামলা বন্ধের দাবি জানান।