২১ নভেম্বর ২০২৫, ০৪:১৪ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ ( বরিশাল) প্রতিনিধিঃ “স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ ” এ প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জে জাতীয় যুব দিবস ২০২৩ উপলক্ষে যুব র্যালী, আলোচনা সভা, যুব ঋনের চেক, প্রশিক্ষণ সনদপত্র ও চারাগাছ বিতরণ করা হয়েছে।
১ নভেম্বর বুধবার সকাল ১১ টায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরে আয়োজনে একটি র্যালী বের করা হয়েছে। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাকিলা রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল আহমেদ আজাদ, বাবুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আঃ করিম হাওলাদার, বাবুগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ করিম লাভলু, মাধবপাশা ইউপি চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি মোঃ আরিফ উদ্দিন আহমেদ মুন্না,
উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আবদুর রহমান সন্যামত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোসাঃ নাসরীন জোবায়দা, মহিলা বিষয়ক অফিসার মোসাঃ শামীমা ইয়াসমিন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, রাজনৈতিক, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে যুব ঋণের চেক, প্রশিক্ষণ সনদপত্র ও চারাগাছ বিতরণ করা হয়েছে।