২১ নভেম্বর ২০২৫, ০৩:১৪ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ বজলুর রহমান মাস্টার সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় উৎসব উপলক্ষ্যে মন্ডপে মন্ডপে শুভেচ্ছা বিনিময় ও প্রতিটি মন্ডপে নগদ ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেছেন।
মঙ্গলবার সকালে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা, দেহেরগতি ও কেদারপুর ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে তার সাথে বাবুগঞ্জ উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুর রহমান বাবুল,ইউপি সদস্য মোঃ বাবুল, মোঃ ইব্রাহিম বিশ্বাস, সাবেক ইউপি সদস্য মোঃ আব্দুল আলিম সহ বিভিন্ন রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।