২১ নভেম্বর ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারন সম্পাদক দ্বাদশ জাতীয় সংসদ বরিশাল-৩ আসনের বিএনপির মনোনায়ন প্রত্যাশী ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ ।
সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজা উপলক্ষে তিনি উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। রবিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা বিএনপির নেতা কর্মীদের সাথে নিয়ে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করেছেন।
এ সময় ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশে আপনাদের পাশে এসেছি।
আপনাদের সাথে আমার আত্মার সম্পর্ক, মাটির সম্পর্ক, আমি যত দিন বেঁচে আছি আপনাদের পাশে থাকব।
গণতান্ত্রিক আইনের শাসন প্রতিষ্ঠার করার লক্ষে আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ সকলেই এক সাথে কাজ করে যাবো এবং যার যার ধর্ম স্বাধীন ভাবে পালন করব। সংখ্যা লঘু বলতে কিছু নাই আমরা সবাই ভাই ভাই ।
পুরো জাতি আজ সংকটময় মুহূর্ত পার করছে। একতরফা নির্বাচনের মাধ্যমে সরকার দেশকে সংঘাতের দিকে নিয়ে যেতে চায় বলেও অভিযোগ করেন তিনি।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বরিশাল জেলা যুব দলের সহ- সভাপতি, বাবুগঞ্জ উপজেলা যুব দলের সাবেক সভাপতি আওলাদ হোসেন, রহমতপুর ইউনিয়ন বি এন পির সদস্য সচিব জাকির হোসেন, মাধবপাশা ইউনিয়ন বি এন পির আহবায়ক মাহবুবুর রহমান, সদস্য সচিব সেলিম সরদার, জাহাঙ্গীর নগর ইউনিয়ন বি এন পির সাধারণ সম্পাদক মোসারেফ খান, দেহেরগতি ইউনিয়ন বি এন পির সদস্য সচিব মিলন খান, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মাইনুদ্দিন প্রমূখ।
এছাড়া বাবুগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।