২০ নভেম্বর ২০২৫, ১১:৪০ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :২০ অক্টোবর ২০২৩ খ্রিঃ শুক্রবার রাতে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাষষ্ঠীর দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক নিরাপত্তা পর্যবেক্ষণকল্পে ঝালকাঠি জেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে যান বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ জামিল হাসান, বিপিএম-সেবা, পিপিএম । এসময় তিনি ঝালকাঠি জেলা পূজা উদযাপন কমিটির সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং পূজাকালীন সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে বলে আশ্বাস প্রদান করেন। এছাড়াও তিনি শতভাগ নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।
এসময় ঝালকাঠি জেলার পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল সহ ঝালকাঠি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।