২১ নভেম্বর ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বি এম মনির হোসেনঃ-
প্রধানমন্ত্রী ঘোষিত গাজা ও ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে রাষ্ট্রীয় শোক শোক পালনের অংশ হিসেবে আজ ২০ই অক্টোবর (শুক্রবার) জুমার নামাজ শেষে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বাশাইল হাট কেন্দ্রীয় জামেমসজিদসহ সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।দোয়াতে ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলায় নিহত নিরীহ ফিলিস্তিনিদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে মিলাদ দোয়া ও মোনাজাত করা হয়। ভাষা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ এবং ১৫ই আগস্টে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ’র সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু, দেশ ও জাতির সমৃদ্ধি এবং বিশ্ব শান্তির জন্য দোয়া করা হয়।বাশাইল হাট কেন্দ্রীয় জামেমসজিদের সভাপতি মোঃ আবু সাঈদ নান্টু মিয়ার দিক নিদের্শনায় মিলাদ দোয়া মোনাজাত পরিচালনা করেন বাশাইল হাট কেন্দ্রীয় জামেমসজিদের ইমাম মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান সালেহীন। এসময় উপস্থিত ছিলেন বাশাইল হাট কেন্দ্রীয় জামেমসজিদের সহ-সভাপতি ও পয়সার হাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান বাবু, বাশাইল হাট কেন্দ্রীয় জামেমসজিদের সাধারণ সম্পাদক দৈনিক বাংলাদেশের আলো ও দৈনিক হিরন্ময় পত্রিকার প্রতিনিধি সাংবাদিক বি এম মনির হোসেন, বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল হক মিয়ার, শিক্ষক তানভীর হাসান
পান্না, মসজিদের মুসল্লী মোঃ মফিজুর রহমান ফকির, মোঃ রফিকুল ইসলাম রিপন ফকির,বাশাইল হাট কেন্দ্রীয় জামেমসজিদের কোষাধ্যক্ষ মোঃ মাসুদ হোসেন, মোঃ ফরিদ উদ্দিন ফকির, আদায়কারি মোঃ লিটন ফকির, মোঃ মজিবুর রহমান খান সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লীগণ।অপরদিকে চেংঙ্গুটিয়া তালুকদার বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদসহ সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম তালুকদার, ১ নং রাজিহার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদার, রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন তালুকদারসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লীগণ। মোনাজাত পরিচালনা করেন চেংঙ্গুটিয়া তালুকদার বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ খলিলুর রহমান।