২০ নভেম্বর ২০২৫, ১১:৩৯ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বি এম মনির হোসেনঃ-
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে সামাজিক-সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন,ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু প্রমুখ।সভায় সামাজিক-সম্প্রীতি বজায় রাখতে বিভিন্ন কর্ম কৌশল করে তা শতভাগ বাস্তবায়নের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।