২০ নভেম্বর ২০২৫, ০৯:১৪ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃচুয়াডাঙ্গায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২৩ উপলক্ষে সম্মাননা ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০ টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা শিক্ষা অফিসার উত্তম কুমার কুন্ডুর সভাপতিত্বে উপজেলা প্রাঙ্গণে শ্রেষ্ঠ শিক্ষকদের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ও সনদ বিতরণের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূইয়া। এসময় চুয়াডাঙ্গা সদর উপজেলার হাজরাহাটি গ্রামের অঙ্গিকার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহিদুল হক জোয়াদ্দার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হওয়ায় যোগ্যতার স্বীকৃতি স্বরুপ স্মারক ও সনদ পত্র প্রদান করেন।