২০ নভেম্বর ২০২৫, ১১:২৮ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে
সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বাবুগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অফিসার এর কার্যালয়ের আয়োজনে এ জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাকিলা রহমান এর সভাপতিত্বে ও সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার রেজাউল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী সচিব সেলিনা আক্তার, বরিশাল যুব উন্নয়নের উপপরিচালক মোঃ শামীম চৌধুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল আহম্মেদ আজাদ, বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তুষার কুমার মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরিন জোবায়েদা আকতার, উপজেলা মহিলা বিষয়ক অফিসার শামীমা ইয়াসমীন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মুঃ ওবাইদুল্লাহ, বীরমুক্তিযোদ্ধা মোঃ আঃ করিম হাওলাদার, রাশেদ খান মেনন মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর সিকদার, উপজেলা যুব উন্নয়ন অফিসার আবদুর রহমান সন্যামত প্রমূখ।