২০ নভেম্বর ২০২৫, ০৯:১৪ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলা শহরস্থ এনএস কামিল মাদ্রাসার সামনে থেকে বৃহস্পতিবার ১২ অক্টোবর বিকেলে বাংলাদেশ হিযবুল্লাহ জমিয়াতুল মুছলিহীন, ঝালকাঠি জেলা শাখা’র উদ্যোগে ফিলিস্তিনে বর্বর ইসরাইলী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আমতলা রোডে এসে প্রতিবাদ সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে নেতৃত্বদেন আলহাজ্ব খলিলুর রহমান নেছারাবাদী, আমিরুল মুছলিহীন, বাংলাদেশ।
এ সময় বক্তারা বলেন, আল আকসা মুসলমানদের পুণ্য ভূমি। এটি মুসলিম উম্মাহর সম্পদ। এ সম্পদ রক্ষার দায়িত্ব শুধু ফিলিস্তিনিদের নয়, গোটা মুসলিম উম্মাহর। এছাড়া, বক্তারা ইসরাইলি রাষ্ট্র বয়কটের পাশাপাশি ইসরাইলী সকল পণ্য বর্জনের আহ্বান জানান।
সবশেষ বিশ্ববাসীর মঙ্গল কামনায় দোয়া মোনাজাতের মধ্যদিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।