২১ নভেম্বর ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শহীদুল ইসলাম শহীদ, গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা শহরের ঘাঘট লেকের দু’পাড়ে সংযোগ রক্ষাকল্পে নবনির্মিত দুটি সুদৃশ্য ব্রীজের উদ্বোধন করা হয়েছে। গতকাল রাত সাড়ে ৭টার দিকে। জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি আলো ঝলোমলো পরবেশে এই ব্রীজ দুটির উদ্বোধন করেন। এরমধ্যে ডেভিড কোম্পানীপাড়ায় নির্মিত ব্রীজটির দৈর্ঘ্য ৫৪ মিটার এবং কুঠিপাড়ায় এলাকায় নির্মিত ব্রীজটির দৈর্ঘ্য ৪৫ মিটার। এলজিইডির তত্ত¡াবধানে এই ব্রীজ দুটি নির্মাণে ব্যয় হয়েছে ৪ কোটি ৪৫ লাখ টাকা। ব্রীজ দুটিতে স্টীলের রেলিং এবং সুদৃম্য লাইটিং ব্যবস্থা রয়েছে।
দুই স্থানে নির্মিত ব্রীজ দুটির উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলাম, গাইবান্ধা পৌরসভার মেয়র মো. মতলুবর রহমান, উপজেলা প্রকৌশলী বাবলু মিয়া, জেলা বারের সাবেক সভাপতি অ্যাড. সিদ্দিকুল ইসলাম রিপু, পৌর কাউন্সিলর আওয়ামীলীগ নেতা সরকার মো. আসাদুজ্জামান হাসু প্রমুখ। ব্রীজ দুটি উদ্বোধনকালে হুইপ গিনি বলেন, ঘাঘট লেককে পূর্ণাঙ্গ চিত্র বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। লেকের উভয় পাশে ফুটপাত ছাড়াও বসার আসন ও ছাতা স্থাপনসহ বৃক্ষরোপনের মাধ্যমে সৌন্দর্য বৃদ্ধি করা হবে। সেখানে শিশুদের চিত্র বিনোদনের সুযোগ সুবিধাও থাকবে। ফলে লেকটি অবসর সময় কাটানোর স্থান হিসেবে পরিণত হবে।