২০ নভেম্বর ২০২৫, ০৭:০২ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক যুবক আত্নহত্যা করেছে।
মঙ্গলবার দুপুর পৌনে ৩ টার দিকে উথলী-দর্শনাগামী রেললাইনের ৭২ নং পিলারের নিকট উথলী গ্রামের ঘোড়ামারা রেল গেটপাড়ার রেজাউল হক ডাবলুর ছেলে সুচয়ন বিম্বাস(৪০) চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করে।নিহতের পরিবার জানায়, সুচয়ন বিশ্বাস চাকরি সূত্রে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম এলাকায় থাকতো। সেখানে সে দুর্ঘটনার শিকার হয়ে কিছুটা মানসিক সমস্যায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য ভারতে যাওয়ার জন্য কয়েকমাস পূর্বে তিনি বাড়িতে চলে আসে। এজন্য সে পাসপোর্টও তৈরি করেছে। ভিসা হাতে পেলেই তাঁর ভারতে যাওয়ার কথা ছিল। চিকিৎসা ব্যয়সহ পারিবারিক কলহের কারণে সেবেশ দুঃশ্চিন্তাগ্রস্থ ছিলেন।
ঘটনার দিন দুপুরে সে বাড়ি থেকে বের হয়ে যান। পরবর্তীতে খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী ২৩ আপ রকেট মেইল ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করে।
খবর পেয়ে দর্শনা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই জাহাঙ্গীর ঘটনাস্থলে উপস্থিত হয়।