২১ নভেম্বর ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে দিন ব্যাপী ৪ তলা ভবন উদ্বোধনসহ ৪টি প্রতিষ্ঠানের উদ্বোধন করলেন দিনাজপুর- ৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক।
মা সমাবেশ,বিদ্যালয়ের ৪ তলা ভবন উদ্বোধন,মসজিদ উদ্বোধন ও গরু হাঁস-মুরগী বিতরন সহ ৪টি প্রতিষ্ঠানের উদ্বোধন করেন তিনি। বুধবার সকাল ১১টা থেকে দিন ব্যাপী এ সব প্রতিষ্ঠানের উদ্বোধন করেন তিনি।
সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ ্অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ষাঁড় গরু হাঁস-মুরগী, হাঁস-মুরগী রাখার ঘর ও খাদ্য বিতরণ নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষে এ সব গরু হাঁস-মুরগী, ঘর ও খাদ্য বিতরণ করা হয়।
৯৭ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে ষাঁড় গরু, ৫০০ জনকে ২০টি করে মুরগী ও ৫০০ জনকে ২০ টি করে হাঁস দেওয়া হয়।
একই দিন তিনি উপজেলার ওসমানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের মা সমাবেশের ও নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন করেন। বিকেলে ঘোড়াঘাট বাগেরহাট কেন্দ্রীয় জামে মসজিদের ২য় তলা ভবন নির্মানের উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী ্অনুষ্ঠানে সংঙ্গে ছিলেন,উপজেলা নির্বাহী ্অফিসার মোঃ রফিকুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান,উপজেলা কৃষকলীগের সভাপতি ও ঘোড়াঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম আকাশ।
সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী শুভ রহমান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, উপজেলা কৃষি অফিসার মো. রফিকুজ্জামান, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. বিপ্লব কুমার দে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সাত্তার সরকার, একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান ভুট্টু, মো. কবিরুল ইসলাম প্রধান ও সাজ্জাত হোসেন প্রমুখ।