২১ নভেম্বর ২০২৫, ০৭:৪৩ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি:দিনাজপুরের নবাবগঞ্জ -পীরগঞ্জ ভাউজির মোরে সিএনজি ও ব্যাটারি চালিত অটো চার্জারের মুখোমুখি সংঘর্ষে আবুল বাশার (৬১) নামে এক যাত্রী নিহত হয়েছে। এঘটনায় চারজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার(১৪সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে নবাবগঞ্জ-পীরগঞ্জ ভাউজির মোড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত আবুল বাশার কাচঁদহ গ্রামের মৃত গোলাম রসূল এর ছেলে।
আহতরা হলেন পীরগঞ্জের অটো চালক মোহাম্মদ বকুল মিয়া (৫৩), তর্পন ঘাটের কল্লোল রায় (৪৮),খাইরুল ইসলাম। (২০) ও শ্যাম কুমার।
স্থানীয়রা জানান,বিকেল সাড়ে ৪ টার দিকে কাঁচদহ থেকে একটি ব্যাটারি চালিত অটো চার্জার নবাবগঞ্জে আসছিলেন এসময় উপজেলার ভাউজির মোড় নামক স্থানে পৌছালে সিএনজি ও ব্যাটারি চালিত অটো চার্জারের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে আবুল বাশারের অবস্থার অবনতি হলে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতালে হস্তান্তর করার সময় আবুল বাশারের মৃত্যু হয়।দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করছেন নবাবগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ ওসি তাওহীদুল ইসলাম তৌহিদ।