২১ নভেম্বর ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে পিত্রালয়ে এক গৃহবধু গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনাটি ঘটেছে বুধবার রাত দেড় টায় উপজেলার রহমতপুর ইউনিয়নের রামপট্রি গ্রামে নূরুল ইসলাম ঢালীর বাড়িতে।
নিহতের পিতা মোঃ নূরুল ইসলাম ঢালী জানায় মোসাঃ পারভীন(৪৫)কে পাশ্ববর্তী দেহেরগতি ইউনিয়নের উত্তর দেহেরগতি গ্রামের মোঃ জামাল হেসেনের সাথে বিয়ে দেয়। ওই ঘরে ২০ বছরের একটি পুত্র সন্তান আছে। মোসাঃ পারভীন বেগম দীর্ঘদিন ধরে মানসিক ভাবে অসুস্থ থাকায় পিত্রালয় থাকেন এবং স্বামী ও পুত্র চট্রগ্রামে চাকরি করছেন।
বুধবার রাত দেড় টার দিকে পরিবারের সদস্যরা মোসাঃ পারভীন বেগম কে ঘরে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খুঁজাখুঁজি করে দেখতে পায় ঘরের পাশে একটি পেয়ারা গাছের সাথে গলায় ফাঁস লাগিয়ে ঝুলতেছে।
এসময় তাদের ডাকচিৎকারে বাড়ির লোকজন ছুটে আসে এবং থানা পুলিশকে সংবাদ দেয়। বিমানবন্দর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছেন।
বিমান বন্দর থানার ওসি মোঃ হেলাল উদ্দিন বলেন, ময়নাতন্তের পরে হত্যার আসল রহস্য উৎঘাটন করা যাবে ।