২১ নভেম্বর ২০২৫, ১২:১৩ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ প্রতিনিধিঃ পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে স্বাক্ষরতার প্রসার এ প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে সারা দেশের ন্যায় বরিশালের বাবুগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় বাবুগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাবুগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাকিলা রহমান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোসাঃ দিলদার নাহার, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম সিকদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক ডাঃ ওসমান গনী, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ রোমাঞ্চ আহমেদ প্রমুখ।
এছাড়াও আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন অফিসার আবদুর রহমান সন্যামত, বাবুগঞ্জ থানার এসআই মোঃ গোলাম আজম, উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার মোঃ তারিকুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষার্থী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।