২১ নভেম্বর ২০২৫, ১২:০৯ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা বড়বাজার সার্বজনীন দূর্গা মন্দির হতে শোভাযাত্রা শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ নাজিম উদ্দিন আল আজাদ পিপিএম, ডাঃ মার্টিন হীরক চৌধুরী, সভাপতি,হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, চুয়াডাঙ্গা আবু জিহাদ ফকরুল আলম খান, ডিআইও-১, চুয়াডাঙ্গা সদর থানা অফিসার ইনচার্জ মোঃ মাহাব্বুর রহমান কাজল প্রমুখ।চুয়াডাঙ্গা জেলায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে প্রতিটি থানা এলাকায় অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে আগাম কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। রায়ট গিয়ারে ইউনিফর্ম পরিহিত পুলিশের পাশাপাশি ডিবি, ডিএসবি মোতায়েন করা হয়। ডিএসবি সকল থানা এলাকার অগ্রিম তথ্য প্রদান করে। অপ্রীতিকার ঘটনা প্রতিরোধে সার্বক্ষণিক প্রস্তুত ছিলে।
প্রতিটি থানা এলাকায় অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে আগাম কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও জোরদার করা হয।