২১ নভেম্বর ২০২৫, ১২:৪১ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠিতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসস) এর উদ্যোগে সংগঠনের জেলা কমিটি গঠন করে সংগঠনের কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে কর্মী সম্মেলন-২০২৩ মঙ্গলবার ৫ সেপ্টেম্বর ঝালকাঠি জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক হেলাল খান, সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ও আহ্বায়ক, জাসস কেন্দ্রীয় কমিটি এবং সম্মেলনে সভাপতিত্ব করেন লিয়াকত আলী, আহ্বায়ক, বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিম ও যুগ্ম আহ্বায়ক, জাসস কেন্দ্রীয় কমিটি।
উদ্বোধক এ্যাড. মোঃ সৈয়দ হোসেন আহবায়ক ঝালকাঠি জেলা বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
এ্যাড. শাহাদাৎ হোসেন সদস্য সচিব ঝালকাঠি জেলা বিএনপি, রফিকুল ইসলাম জামাল সদস্য আহবায়ক কমিটি ঝালকাঠি জেলা বিএনপি, প্রফেসর এসএম এজাজ হাসান সভাপতি ঝালকাঠি উপজেলা বিএনপি, এ্যাড. মোঃ নাছিমুল হাসান সভাপতি ঝালকাঠি পৌর বিএনপি, মোঃ মাজহারুল ইসলাম খান পায়েল সদস্য বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিম ও জাসাস কেন্দ্রীয় কমিটি,আব্দুল জাব্বার সদস্য বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিম ও জাসাস কেন্দ্রীয় কমিটি,আহসান হাবিব সদস্য জাসাস কেন্দ্রীয় কমিটি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এ্যাড. মিজানুর রহমান মুবিন সদস্য আহবায়ক কমিটি ঝালকাঠি জেলা বিএনপি।
এ সময় নেতৃবৃন্দ সরকার পতনের আন্দোলনকে আরো শক্তিশালী করতে জাসসের ঝালকাঠি জেলা শাখা’র কমিটি গঠন নিয়ে আলোচনা করেন। তারা ৬৩তম জেলা হিসেবে ঝালকাঠি জেলায় জাসসের কমিটি গঠন করা হবে বলে আশ্বস্ত করেন।