২১ নভেম্বর ২০২৫, ০১:৩২ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স : বরিশাল মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রইচ আহমেদ মান্নার ওপর গুলি বর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় সিটি করপোরেশনের দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও জাতীয় পার্টির নেতা গোলাম মর্তুজা আবেদীনকে আটক করেছে পুলিশ। রোববার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নগরীর পোর্ট রোড এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মান্নাকে দেখে কাউন্সিলর মর্তুজা পিস্তল বের করেন। পরে মান্না ও তার লোকজন বিষয়টি টের পেয়ে মর্তুজাকে জাপটে ধরেন। এ সময় মান্নাকে বলতে শোনা যায়, আমাকে গুলি করতে পিস্তল বের করছে।
ওর হাত থেকে পিস্তল নেন। তখন ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ সদস্য ও স্থানীয়র জনতা তার হাত থেকে পিস্তল নিয়ে গেলে মর্তুজাকে বলতে শোনা যায়, আমার লাইসেন্স করা পিস্তল।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন, রোববার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গোলাম মর্তুজা আবেদীনকে থানায় আনা হয়েছে। আসলে কী ঘটেছিল বিষয়টি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।