২১ নভেম্বর ২০২৫, ০২:২৬ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর)
দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫ তম বার্ষিকী উপলক্ষে মহাসড়কে র্যালী বের করার চেষ্টা করে উপজেলা বিএনপির নেতাকর্মীরা। তবে পুলিশের বাধায় তা করতে পারেনি দলটি।
শুক্রবার দুপুরে উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের নতুন গো-হাটি মাঠে আলোচনা সভার আয়োজন করে উপজেলা বিএনপি। জুম্মার নামাজের পর থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি এবং এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভাস্থলে জমা হতে থাকে।
এদিকে নামাজের আগে থেকেই পূর্ব নির্ধারিত সভা এবং এর আশপাশে ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে নিরাপত্তার জন্য অবস্থান নেন থানা পুলিশের একটি টিম।
উপজেলা বিএনপির সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ মোহাম্মদ শামীম হোসেন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা এবং ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল এবং কৃষকদলের নেতারা বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে উঠার চেষ্টা করে প্রায় ১ হাজার নেতাকর্মী। তাদের উদ্দেশ্য ছিল প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী বের করা। তবে এতে বাধা দেন থানা পুলিশের সদস্যরা। এক পর্যায়ে মুখোমুখি অবস্থানে চলে আসে পুলিশ এবং বিএনপি নেতাকর্মীরা। পুলিশের বাধায় শেষ পর্যন্ত র্যালী না করেই আবারো সভাস্থলে ফিরে যায় বিএনপি নেতাকর্মীরা।
ঘোড়াঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া বলেন, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা দেশব্যাপী শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আয়োজন করি। রাণীগঞ্জ গরুর হাটে আলোচনা সভা শেষে আমরা একটি আনন্দ র্যালী বের করছিলাম। তখন সরকারের নির্দেশনায় পুলিশ আমাদেরকে বাধা প্রদান করে। গণতন্ত্র আজ সরকারের নির্দেশনায় বন্দি হয়ে আছে।’
এদিকে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, ‘দুদিন আগে বিএনপি নেতারা আমাদেরকে জানিয়েছিল যে, তারা প্রতিষ্ঠা বার্ষিকী পালন করবে। আমরা তাদেরকে ঘরোয়া পরিবেশে আলোচনা সভা করার জন্য অনুরোধ করেছিলাম। ১ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে আলোচনা সভা শেষে তারা আকর্ষিক ভাবে মহাসড়কে র্যালি বের করার চেষ্টা করে। মহাসড়ক দিয়ে সার্বক্ষণিক শত শত যানবাহনের যাতায়াত। নিরাপত্তা এবং জনগণের ভোগান্তির কথা মাথায় রেখে আমরা তাদেরকে বাধা দেই। আমাদের কঠোর অবস্থানের কারণে তারা র্যালী না করে ফিরে যায়।’