২১ নভেম্বর ২০২৫, ০২:০৭ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ তেঁতুলিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল আয়োজন করা হয়। শুক্রবার বিকেলে চৌরাস্তা বাজারের তুষার মার্কেট উপজেলা বিএনপির আহবায়ক শাহাদাৎ হোসেন রঞ্জুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহসিন প্রধান, যুগ্ম আহবায়ক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, যুবদলের আহবায়ক খন্দকার আবু নোমান এনাম, সদস্য সচিব জাকির হোসেন, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল আমিন জীবন, শ্রমিকদলের সদস্য সচিব আব্বাস আলী, কৃষকদলের সদস্য সচিব তাজুল ইসলাম, মহিলাদলের সভাপতি বিউটি বেগম, তাতীদলের সদস্য সচিব আল আমিন, ছাত্রদলের আহবায়ক নুরুজ্জামান দুলাল, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক সবুজ প্রমূখ।
পরে দেশ জাতি ও দলের মঙ্গল কামনা এবং বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়।