২১ নভেম্বর ২০২৫, ০২:১৫ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ড. হারুন অর রশিদ বিশ্বাস
বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত কেউ নৌকা প্রতীক নিয়ে এমপি হয় নি। জোটের কারনে এই আসনটি বারবার শরিকদের ছেড়ে দেওয়া হয়েছে। ফলে আমরা অনেক ক্ষেত্রেই উন্নয়ন বঞ্চিত হয়েছি। আসছে নির্বাচনে সকল আওয়ামী লীগের নেতাকর্মীদের একটাই দাবী যাতে আমাদের এখানে পরিক্ষিত আওয়ামী লীগের নেতা দেখে নৌকা প্রতীক দেওয়া হয়। যারা নৌকা প্রত্যাশা করছেন তাদের মধ্যে যে নৌকা পাবে তাকেই ঐক্যবদ্ধ হয়ে বিজয়ী করতে হবে। এক্ষেত্রে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জাতির জনক শেখ মুজিবুর রহমানের আদর্শ কে ধারন করে জনগনের পাশে থাকতে হবে। মনে রাখবেন জাতীয় নির্বাচন হচ্ছে ক্ষমতা পরিবর্তনের নির্বাচন। এই নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিক্ষিত ও জনপ্রিয় লোককেই নৌকা দিবেন’।
বাবুগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব কৃষিবিদ ড. মোঃ হারুন অর রশিদ বিশ্বাস এসব কথা বলেন।
বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা যুবলীগের সভাপতি মোস্তফা কামাল চিশতি এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ করিম লাভলু এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপন, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ জহির উদ্দিন খসরু, সহ সম্পাদক এম সাইফুল আলম, সাবেক সহ সম্পাদক মোঃ মিজানুর রহমান, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, সহ সভাপতি মোঃ আঃ মান্নান মাস্টার, খন্দকার মোঃ কামাল হোসেন, সদস্য মোঃ শাহরিয়ার আহমেদ শিল্পী, বাবুগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোসাঃ সেতারা বেগম, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ জহিরুল হাসান অরুণ প্রমূখ।
এছাড়াও আলোচনা সভায় উপজেলা,ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।