২১ নভেম্বর ২০২৫, ০৩:৫০ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি ঃচুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা সদর থানার উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৫ টায় চুয়াডাঙ্গা সদর থানা চত্বরে আয়োজিত আলোচনা সভার সভাপতিত্ব করেন সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাব্বুর রহমান কাজল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রিয়াজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার সাবেক মেয়র মোঃ রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার (টোটন), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, চুয়াডাঙ্গা পৌর মেয়র মোঃ জাহাঙ্গীর আলম মালিক মেয়র, সাবেক জেলা সাংগঠনিক সম্পাদক,মুন্সী আলমগীর হান্নান প্রমুখ।