২১ নভেম্বর ২০২৫, ০৫:০৮ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃ মনির হোসেন ঝালকাঠি :ঝালকাঠি শহরের স্টেশন রোডে দুর্গা শঙ্খ ভান্ডারে দুর্ধর্ষ চুরি হয়েছে।
দোকানের মালিক জগবন্ধু নন্দী বলেন প্রতিদিনের ন্যায় শুক্রবার ২৫শে আগস্ট রাত রাত সাড়ে নয়টার দিকে দোকান ঘর বন্ধ করে বাসায় চলে যাই। শনিবার ২৬ শে আগস্ট সকাল দশটার দিকে দোকান খুলতে এসে দেখি দোকানের তালা খোলা। ভিতরে প্রবেশ করে দেখি দোকানের ভিতর খালি শাখা শঙ্খ নেই।
পাশের তাকে সাজানো এমিটি সোনার গহনা একটিও নেয়নি চোরের দল।
চোরের দল যে মালামাল নিয়েছে তার বাজার মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা। তিনি বলেন ২রা অগাস্ট দোকানটি ভাড়া নিয়েছি ২৩ দিনের মাথায় দোকানের মূল্যবান মালামাল নিয়ে গেছে চোর। জগবন্ধু নন্দী পূর্ব কাঠপুটি এলাকার মৃত ভূবন মোহন নন্দীর ছেলে।
তিনি বলেন দোকান চুরির বিষয়ে আমি মামলা করব।
খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছে ঝালকাঠি থানা পুলিশ।