২১ নভেম্বর ২০২৫, ০৫:৩২ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ জীবননগরের উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভূমিহীন, গৃহহীন, অতিদরিদ্র ও মেধাবী ১৫ ছাত্রীকে নগদ অর্থ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে জীবননগর উপজেলার উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ অর্থ প্রদান অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ সালাউদ্দিন কাজল।এসময় বিদ্যালয়ের ভূমিহীন, গৃহহীন, অতিদরিদ্র ও মেধাবী ১৫ জন শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে মোট ৭৫ হাজার টাকা প্রদান করা হয়।এসময় আরো উপস্থিত ছিলেন উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহম্মেদ প্রদীপ, পরিচালনা পর্ষদের সদস্য সরজিৎ কুমার, আলমগীর হোসেন, মাহফুজুর রহমান, এনামুল হক, সেলিম হোসেন, শিক্ষক সাইফুল ইসলাম প্রমুখ।