২১ নভেম্বর ২০২৫, ০৫:১০ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ( বরিশাল )প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে উপজেলা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অধীনস্থ্য জাতীয় মহিলা সংস্থা ‘তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ণ প্রকল্পের (২য় পর্যায়) নারীদের আধুনিক প্রযুক্তির সম্পর্কে সচেতনতা মূলক বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও তথ্যকেন্দ্র বাবুগঞ্জ এর আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বরিশাল-৩ (বাবুগঞ্জ -মুলাদী) আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু
বলেছেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন আজ আমরা বাস্তবে সুফল ভোগ করতেছি। আমরা এখন স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি। স্মার্ট বাংলাদেশের বাস্তবায়ন আমরা ২০৪১ সালের মধ্যে দেখতে পাবো। এজন্য আমাদেরকে পড়ালেখায়, জ্ঞানেগুণে ও চাল-চলনে স্মার্ট হতে হবে। এছাড়াও তিনি নারী ক্ষমতায়ন, লিঙ্গ বৈসম্য, স্বাস্থ্যগত সমস্যা ও বাল্য বিবাহসহ নারী ও কিশোরীদের জীবন-জীবিকার মান উন্নয়ন সম্পর্কিত গুরুন্তপূর্ণ বিষয়ে সচেতনতামূলক আলোচনা করেন।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাকিলা রহমান এর সভাপতিত্বে উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস. এম খালেদ হোসেন স্বপন, সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার-উজ-জামান মিলন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুবাস সরকার, উপজেলা কৃষি অফিসার মোঃ মামুনুর রহমান, এয়ারপোর্ট থানা অফিসার ইন চার্জ (তদন্ত) লোকমান হোসেন, বাবুগঞ্জ থানা অফিসার ইন চার্জ তুষার কুমার মন্ডল, উপজেলা জাতীয় পার্টি আহ্বায়ক মোঃ মকিতুর রহমান কিসলু,জাতীয় মহিলা সংস্থা বাবুগঞ্জ উপজেলার চেয়ারম্যান ইয়াসমিন আক্তার প্রমুখ।
উঠান বৈঠকে বাবুগঞ্জ উপজেলার শতাধিক নারী স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহণ করেন।