২১ নভেম্বর ২০২৫, ০৫:৪১ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার দামুড়হুদায় নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. কিসিঞ্জার চাকমা সঙ্গে
উপজেলার বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকদের সাথে মত বিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টায় দামুড়হুদা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা মিতার সভাপতিত্বে মতবিনিময় করেন চুয়াডাঙ্গা জেলার নবাগত জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। পরিচিতি পর্বের পর চুয়াডাঙ্গার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর স্বাগত বক্তব্য রাখেন দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম. নুরুন্নবী, দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এ এম জাকারিয়া আলম, দর্শনা সরকারি কলেজ অধ্যাপক রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন, দামুড়হুদা উপজেলা আ লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ শহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা আ লীগের সাবেক সভাপতি সিরাজুল আলম ঝন্টু, জেলা পরিষদের চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আ লীগের সভাপতি মাহফুজুর রহমান মনজু।পরিচিত ও মতবিনিময় সভায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. কিসিঞ্জার চাকমা শুরুতে বঙ্গবন্ধু ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, জনগনের ভোগান্তির কথা চিন্তা করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বপ্ন ‘স্মার্ট বাংলাদেশ’ গঠন ও রূপকল্প ২০৪১বাস্তবায়নে সকলের সহযোগিতা প্রয়োজন। আর উন্নয়নকে বাস্তবে রুপ দিতে হলে সবার আগে আইনশৃঙ্খলা স্বাভাবিকসহ মাদক, বাল্য বিবাহ, ইভটিজিং রোধে সবাইকে ভূমিকা রাখতে হবে। সেই সাথে তিনি দামুড়হুদা উপজেলার উন্নয়নের সকল সুবিধা-অসুবিধা’র পদক্ষেপ নিবেন বলে আশাব্যক্ত করেন ও বলেন আমি প্রজাতন্ত্রের একজন কর্মচারী এটাই আমার বড় পরিচয় ।তিনি আরো বলেন দামুড়হুদা কৃষিতে সম্ভবতনাময় উপজেলা। আমরা সবাই মিলে এই স্বপ্নের উপজেলাকে বাস্তবায়নে কাজ করতে চাই। এসময় উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য পরিবার পরিকল্পনা ডা.হেলেনা আক্তার নিপা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম ও সাহিদা খাতুন, জুড়ানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন, কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দীন, কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম প্রমুখ।