২১ নভেম্বর ২০২৫, ০৫:৩১ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
চুয়াডাঙ্গায় উদ্ধার হওয়া তিনটি তক্ষক বনায়ন ও নার্সারি এবং প্রশিক্ষণ কেন্দ্রের বাগানে অবমুক্ত ফাতেমা জোহরা আদিবার আন্তর্জাতিক সাফল্য; অস্ট্রেলিয়ার নিবন্ধিত আর্কিটেক্ট স্ত্রীকে নির্যাতনের মামলায় বরগুনার শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রবিউল হত্যা মামলায় নিরপরাধদের জড়ানোর অভিযোগে বাবুগঞ্জে বিএনপি’র একাংশের সংবাদ সম্মেলন বাবুগঞ্জের ছাত্রদল নেতার খুনিদের গ্রেপ্তার পরবর্তী দৃষ্টান্ত ফাঁসির দাবিতে বিক্ষোভ চুয়াডাঙ্গায় ৩ তক্ষকসহ গ্রেফতার ১জন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ জোটের চাপ নাকি অভ্যন্তরীণ কোন্দল? বরিশাল -৩ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বিএনপি। ভোটারদের মাঝে ‘ভিআইপি চমক’-এর গুঞ্জন বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এর ৫০ বছর পূর্তীতে ঝালকাঠি জেলা জাসাসের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
আইন-শৃঙ্খলা লংঘনকারী অপরাধী যেই দলের হোক না কেন পার পাবে না, ওসি সুব্রত কুমার

আইন-শৃঙ্খলা লংঘনকারী অপরাধী যেই দলের হোক না কেন পার পাবে না, ওসি সুব্রত কুমার

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে যোগদানকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার্স ইনচার্জ ওসি সুব্রত কুমার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বলেছেন, অপরাধী যেই হোক না কেন আইনের হাত থেকে পাড় পাবে না।
আইন অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।আইন শৃঙ্খলা লঙ্ঘনকারী অপরাধী যেমন- সন্ত্রাস,ইভটিজিং, চুরি,নারী নির্যাতন,বাল্যবিবাহ,ও মাদক সমাজের একটি বড় সমস্যা। মাদকসহ সকল অপরাধের বিরুদ্ধে কঠোর ভূমিকা নেওয়া হবে। মাদক সেবনকারী ও বিক্রেতা যাকে যে অবস্থায় পাওয়া যাবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বিরামপুর উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে মাদকসহ সব বিষয়ে নজরদারি থাকবে পুলিশের।

শুক্রবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় থানা কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিরামপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করে বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় যে গুরু দায়িত্ব নিয়েছি তা নিষ্ঠার সাথে পালন করতে সর্বতোভাবে চেষ্টা করবো আইনের প্রতি সবার মান্যতা রক্ষায় সবাই একসাথে কাজ করবো। আশা করি, আইনশৃঙ্খলার দিক দিয়ে একটি সুন্দর থানা হিসেবে বিরামপুর পরিচিতি পাবে। সকলের আন্তরিক প্রচেষ্টায় আমরা সফল হবো।

অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, ছেলে মেয়েদের দিকে খেয়াল রাখবেন। তারা যেন সন্ধ্যার পরে বাইরে যেন না থাকে। তারা কোথায় কী করছে তার খোঁজ খবর রাখুন। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যেটা করা প্রয়োজন সেটাই করা হবে।

সাংবাদিকদের উদ্দেশ্য ওসি সুব্রত কুমার বলেন, আমার পরিকল্পনায় সহযোগিতায় থাকবেন-আপনাদেরকে সাথে নিয়ে পুলিশের কার্যক্রমকে আরও ছড়িয়ে দেওয়া। পেশাগত দ্বায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিক ও পুলিশ উভয় পরস্পর পরস্পরকে সহযোগিতা করলে উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে।

সাধারণ মানুষ যেন ন্যায় বিচার পায় সে ব্যাপারে তিনি সব সময় সচেষ্ট থাকবেন উল্লেখ করে বলেন, একটি দেশের উন্নয়নের অন্যতম শর্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকা। আমরা সে চেষ্টা করে যাবো।

এসময় উপস্থিত ছিলেন, বিরামপুর থানার
এসআই এরশাদুল ইসলাম,এসআই নেহার,ও সকল এসআই, এসআই ও কনস্টেবলগন সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019