২১ নভেম্বর ২০২৫, ০৬:৪১ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স : ভারতে হিন্দু মেয়েকে ‘অপহরণ করে মুসলিম ছেলের বিয়ের’ জের ধরে প্রতিবেশীরা তাঁর বাবা-মাকে রড ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে। গত শুক্রবার উত্তর প্রদেশের সিতাপুরের এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, হত্যাকাণ্ডে জড়িতরা পালিয়ে যায়। ঘটনাস্থলে আব্বাস ও তার স্ত্রী কামরুন নেছাকে মৃত পড়ে থাকতে দেখা যায়।
সিতাপুরের পুলিশ সুপার চক্রেশ মিশ্র বলেন, বছরখানেক আগে আব্বাসের ছেলে শওকত প্রতিবেশী এক হিন্দু মেয়েকে নিয়ে পালিয়ে যান। ওই ঘটনায় মামলার পর শওকতকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।
গ্রামবাসীদের উদ্ধৃত করে তিনি আরো বলেন, ‘স্থানীয় রামপালের মেয়ে রুবির সঙ্গে শওকতের সম্পর্ক ছিল। ২০২০ সালে নাবালিকা রুবিকে প্রথমে অপহরণ করেন শওকত। জুন মাসে আবারও অপহরণ করে বিয়ে করেন।’
এ ঘটনার কয়েক দিন আগে জেল থেকে ছাড়া পান শওকত। তখন ওই মেয়ের পরিবারের সদস্যরা এই দম্পতির ওপর হামলার পরিকল্পনা করে। পুলিশ বলছে, এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন জড়িত। পলাতক আরো দুজনকে ধরার চেষ্টা চলছে।