২১ নভেম্বর ২০২৫, ০৬:২১ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ নানা আয়োজনের মধ্যে দিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৫আগস্ট) সকালে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বিকাল ৪ টায় বাবুগঞ্জ ডিগ্রি কলেজ হলরুমে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলনের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভা ও দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপলেজা আওয়ামী লীগ সভাপতি কাজী ইমদাদুল হক দুলাল, মুলাদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তারিকুল হাসান খান মিঠু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এস এম শাহিনুল ইসলাম সিকদার, সহ-সভাপতি মোস্তফা কামাল চিমতী, যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল আহম্মেদ আজাদ, প্রেসক্লাব সভাপতি জহিরুল হাসান অরুণ, উপজেলা মহিলা লীগ সভানেত্রী সেতারা বেগম, কেদারপুর ইউপি চেয়ারম্যান নূরে আলম বেপারী, মাধবপাশা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ জয়নুল আবেদীন, দেহেরগতি ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাজী জসিম উদ্দিন শুভ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মুনির হোসেন রুম্মন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া প্রমূখ।
এসময় উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সকল বক্তারা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মূলাদী) আসনটিতে নৌকা প্রতীকে দলীয় প্রার্থীর আশা করে বক্তব্য প্রদান করেন।