২১ নভেম্বর ২০২৫, ০৭:১৩ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি ঃ চুয়াডাঙ্গার দামুড়হুদা ও দর্শনায় সংসদ সদস্য, আওয়ামীলীগ, উপজেলা প্রশাসন , পৌর মেয়র ও পুলিশের বঙ্গবন্ধু ও বঙ্গমাতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে।
মঙ্গলবার সকালে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস
উপলক্ষে জাতীয় শোক দিবসের দিনব্যাপী আয়োজনের সূচনালগ্নে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা -২ আসনের সাংসদ হাজী আলী আজগর টগর,পৌর মেয়র আতিয়ার রহমান হাবু,দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলী মুনসুর বাবু, উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা,সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা।পরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং ১৫ ই আগস্ট ঘাতকের হাতে নৃশংসভাবে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন।