২১ নভেম্বর ২০২৫, ০৭:০৮ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ছারছীনার পীর সাহেব হুজুরের বরিশাল আগমন উপলক্ষে আগামীকাল শনিবার ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে চুয়াডাঙ্গায় উদ্ধার হওয়া তিনটি তক্ষক বনায়ন ও নার্সারি এবং প্রশিক্ষণ কেন্দ্রের বাগানে অবমুক্ত ফাতেমা জোহরা আদিবার আন্তর্জাতিক সাফল্য; অস্ট্রেলিয়ার নিবন্ধিত আর্কিটেক্ট স্ত্রীকে নির্যাতনের মামলায় বরগুনার শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রবিউল হত্যা মামলায় নিরপরাধদের জড়ানোর অভিযোগে বাবুগঞ্জে বিএনপি’র একাংশের সংবাদ সম্মেলন বাবুগঞ্জের ছাত্রদল নেতার খুনিদের গ্রেপ্তার পরবর্তী দৃষ্টান্ত ফাঁসির দাবিতে বিক্ষোভ চুয়াডাঙ্গায় ৩ তক্ষকসহ গ্রেফতার ১জন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ জোটের চাপ নাকি অভ্যন্তরীণ কোন্দল? বরিশাল -৩ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বিএনপি। ভোটারদের মাঝে ‘ভিআইপি চমক’-এর গুঞ্জন বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ
চুয়াডাঙ্গায় জেলা হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় জেলা হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায়র জাতির সম্মুখে ‘রাজনৈতিক সহিংসতা, ধর্মের অপব্যবহার ও বৈদেশিক হস্তক্ষেপ থেকে দেশকে নিরাপদ রাখার জন্য করণীয়’ শীর্ষক প্রস্তাবনা তুলে ধরার উদ্দেশ্যে জেলা হেযবুত তওহীদ সংবাদ সম্মেলন করেছে।
সোমবার সকাল ১০টায় হেযবুত তওহীদের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের মূল বক্তব্য উপস্থাপন করেন— সংগঠনটির জেলা সভাপতি জসেব উদ্দিন। প্রথমেই তিনি উপস্থিত সকল সংবাদকর্মীদের শুভেচ্ছা জানিয়ে হেযবুত তওহীদের পরিচয় ও কার্যক্রম তুলে ধরেন।
মূল বক্তব্যে তিনি বলেন, ‘আজ দেশময় চলছে রাজনৈতিক অস্থিরতা। প্রতি ৫ বছর পর পর এই অবস্থার সম্মুখীন হই আমরা। এই রাজনৈতিক অস্থিরতার সূত্র ধরে যেভাবে পরাশক্তিধর রাষ্ট্রগুলি আমাদের উপর খবরদারি করে যাচ্ছে, তাতে আশঙ্কা হচ্ছে বাংলাদেশ তাদের টানাটানিতে চরম কোনো সংকটময় পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারে। গত দুই দশকে বহু সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশকে আমরা এভাবেই পাশ্চাত্যের পরাশক্তিগুলোর হস্তক্ষেপের ফলে ধ্বংসস্তূপে পরিণত হতে দেখেছি। আমরা আরো দেখেছি কীভাবে ধর্মকে ব্যবহার করে বিভিন্ন সাম্প্রদায়িক উগ্রবাদী গোষ্ঠী তাদের পেশিশক্তি প্রদর্শন করে, ধর্মকে ব্যবহার করে চলে অপরাজনীতি, রমরমা ধর্মব্যবসা, গুজব ও হুজুগনির্ভর ধর্মীয় উন্মাদনা। কিন্তু শান্তিকামী মানুষ স্থিতিশীল পরিবেশ ও শান্তি চান, কিন্তু তারা ঐক্যবদ্ধ নন। এ কারণে কোনো সংকটের স্থায়ী সমাধানেই তারা পৌঁছতে পারেন না। কীভাবে তারা ঐক্যবদ্ধ হতে পারেন সেই পথটি আমরা নানা মাধ্যমে জাতির সামনে তুলে ধরছি।
ইতিহাস তুলে ধরে তিনি বলেন, ‘প্রায় তিন শতাব্দি আগে যখন আমাদের এই উপমহাদেশ ব্রিটিশের উপনিবেশে পরিণত হয় তখন তারা মুসলিম জনগোষ্ঠীকে স্থায়িভাবে পদানত করে রাখার পরিকল্পনা করে। জাতি যেন কোনোদিন ইসলামের আদর্শে ঐক্যবদ্ধ হতে না পারে সেজন্য তারা পরিকল্পিতভাবে মাদ্রাসা শিক্ষাব্যবস্থাসহ নানামুখী শিক্ষাব্যবস্থা চালু করে। এবং তারা এমন একটি রাজনৈতিক সিস্টেম আমাদের দিয়ে যায় যার চর্চা করে আমরা সহিংসতায় লিপ্ত থাকি। দুর্ভাগ্যের বিষয় হলো আমরা ব্রিটিশদের চাওয়া পালন করে চলেছি এবং তার ফল ভোগ করছি।
এ অবস্থায় সামাজিক বিপর্যয় সৃষ্টি হচ্ছে, দুর্ভিক্ষ ঘনিয়ে আসছে, বাড়ছে রাজনৈতিক অস্থিরতা। দিনকে দিন সামাজিক অপরাধ, নিরাপত্তাহীনতা আরো বাড়বে, বৈদেশিক নির্ভরশীলতা ও খবরদারি আরও বাড়বে। এখন আমরা যদি হাত পা গুটিয়ে বসে থাকি তাহলে আমাদেরকেও আফগানিস্তান, সিরিয়া, ইরাকের পরিণাম ভোগ করতে হবে।
দেশকে অনিবার্য ধ্বংস থেকে বাঁচাতে হলে আমাদেরকে অনুধাবন করতে হবে যে, আমরা আল্লাহর দেখানো সহজ—সরল পথ থেকে বিচ্যুত হয়েছি, সত্যদীন ত্যাগ করেছি। তাই আমাদেরকে আবার সেই তওহীদ ভিত্তিক সত্যদীন, জীবনব্যবস্থা আমাদের জাতীয় জীবনে প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহর রসুল (সা.) যেভাবে জাতিটিকে কলেমা—তওহীদের ভিত্তিতে ইস্পাতকঠিন ঐক্যবদ্ধ করেছিলেন, ঠিক সেভাবেই আমাদেরকেও সমস্ত ভেদাভেদ ভুলে একজন নেতার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে দীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— হেযবুত তওহীদের কুষ্টিয়া জেলা সভাপতি আক্কাস আলী, মেহেরপুর জেলা সভাপতি শরীফুল ইসলাম,চুয়াডাঙ্গা জেলা
সাধারন সম্পাদক মোঃ আব্দুল গাফ্ফার
জাফরপুর সভাপতি মো আবু হাসান
সম্মেলনটির সঞ্চালনা করেন— হেযবুত তওহীদের খুলনা —২ এর বিভাগীয় দপ্তর সমন্বয়কারী শাহারুল ইসলাম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019