২১ নভেম্বর ২০২৫, ০৬:৫২ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি:দিনাজপুরের বিরামপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ আগস্ট) বেলা দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে আইন শৃংঙ্খলা কমিটির মাসিক আলোচনায় সভায় বক্তব্য করেন পৌর মেয়র অধ্যপক আক্কাস আলি, বিরামপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, বিরামপুর থানা অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি উপাধ্যক্ষ শাহাজান আলী, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, বিরামপুর মহিলা কলেজের(ভারপ্রাপ্ত)অধ্যক্ষ মেজবাউল ইসলাম, সাবেক অধ্যক্ষ(অব:)শিশির কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার প্রমুখ।
এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) সীমান্ত ফাঁডির বিভিন্ন কমান্ডার ও তাঁদের প্রতিনিধিবৃন্দ সহ ফায়ার সার্ভিজের সদস্যবৃন্দ উপস্থিতি ছিলেন।