২১ নভেম্বর ২০২৫, ০৮:০১ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে পিকআপ ভ্যানের ধাক্কায় পিকআপ চালক আনোয়ার হোসেন(৩১) এর মৃত্যু হয়েছে।
মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছন থেকে অপর একটি দ্রুতগামী পিকআপ ভ্য ান ধাক্কা দিলে পিকআপ ভ্যানের চালক ঘটনাস্থলে নিহত হন।
বৃহস্পতিবার ভোর ৪টায় দিনাজপুর-ঘোড়াঘাট বিরাহিমপুর গুচ্ছগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত পিকআপ ভ্যান চালক দিনাজপুর জেলার বীরগঞ্জের উপজেলার চক মহাদেব এলাকার মোঃ মুক্তার আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় প্রত্য¶ দর্শীরা জানান, ভোরে ঘোড়াঘাট উপজেলার বিরাহিমপুর মহা সড়কের গুচ্ছগ্রাম এলাকায় ছ’মিলের সামনে দিনাজপুর গামী একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় পিছন থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ ভ্যান দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়।
এতে পিকআপটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। পিকআপ ভ্যানের চালক আনোয়ার হোসেন(৩১) কেবিনের মধ্যে আটকা পড়ে যান।ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ারসার্ভিসের সদস্য ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কেবিনের মধ্যে আটকে পড়া চালকের মরদেহ উদ্ধার করে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ ঘটনার সতত্যতা নিশ্চত করে বলেন, দাঁড়িয়ে থাকা অজ্ঞাত ট্রাককে ধাক্কা দেওয়া পিকআপটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। এতে ঘটনাস্থলে পিকআপ চালক মারা গেছেন। লাশ থানায় নিয়ে আসা হয়েছে।এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকটি পালিয়ে যাওয়ায়, ট্রাকটি এখনোও সনাক্ত করা সম্ভব হয়নি।