২১ নভেম্বর ২০২৫, ০৭:৫৯ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃ মনির হোসেন ঝালকাঠি :ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ৮ আগষ্ট মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শহীদ শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। অনুষ্ঠানে প্রথমে জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল এবং সরকারী বেসরকারী বিভিন্ন দপ্তর প্রধানসহ জেলা আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শহীদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
শ্রদ্ধা জ্ঞাপন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ পরিচালক উম্মে সিদ্দিকা আয়েশা মহিলা বিষয়ক অধিদপ্তর ঝালকাঠি।
আলোচনা সভায় বক্তারা বলেন, শেখ মুজিবুর রহমানের খোকা থেকে বঙ্গবন্ধু ও জাতির জনক হয়ে উঠার পেছনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের অবদান, অনুপ্রেরণা ও আত্মোৎসর্গ অনস্বীকার্য। তার প্রেরণায় বঙ্গবন্ধু রাজনৈতিক জীবনে সফল হয়ে বাংলাদেশকে স্বাধীনতা এনে দিতে পেরেছিলেন।