২১ নভেম্বর ২০২৫, ০৮:২৫ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইন ডেস্ক
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নামে মানহানীর মামলা করতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে গিয়েছেন হিরো আলম।
রবিবার (৬ আগষ্ট ) দুপুর ১২ টা ১৫ মিনিটের দিকে তিনি ডিবি কার্যালয়ে প্রবেশ করেন।
এর আগে হিরো আলমের ফেসবুক পেজে তিনি একটা ভিডিও ছাড়েন যেখানে হিরো আলমকে নিয়ে রুহুল কবির রিজভী হিরো আলম ‘অর্ধ পাগল’ বলে মন্তব্য করতে দেখা যায়।
হিরো আলম মেসেজের মাধ্যমে জানান, ‘রুহুল কবির রিজভী আমাকে পাগল বলাতে তার নামে মামলা করতে ডিবি কার্যালয়ে এসেছি।’
উল্লেখ্য, গত ১৮ জুলাই রাজশাহী নগরীর ভুবন মোহন শহিদ মিনার পার্কে বিএনপির পদযাত্রা কর্মসূচির উদ্বোধনকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হিরো আলমকে ‘অর্ধ পাগল’ হিসেবে অভিহিত করেন।